১ |
জাতীয় ও ধর্মীয় গুরুত্বপুর্ণ দিবসে অনুষ্ঠান বাস্তবায়নঃ বিজয় দিবস,স্বাধূনতা দিবস,শহীদ দিবস,বাংলা নববর্ষ,পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) শবেবরাত,শবেকদর,শবে মেরাজ,মে দিবস,হজ ও ওমরা প্রভৃতি। |
২ |
ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টঃ ট্রাস্টের অন্তর্ভুক্ত সদস্যদের বিনা সুদে ঋণ প্রদান ছাড়াও গরীব ও অসহায় ইমাম ও মুয়াজ্জিনদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।
|
৩ |
সরকারী যাকাত তহবিলঃঅসহায় দু:স্থদের স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন,নও-মুসলিম পুনর্বাসন,ভ্যান/রিক্সা ক্রয়,হাস-মুরগী পালন,গৃহ মেরামত,ছাগল পালন,যাকাত ভাতা,চিকিৎসা শিক্ষাবৃত্তিসহ ৯টি খাতে সাহায্য করা হয়ে থাকে।
|
৪ |
মসজিদ পাঠাগার স্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প: ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে এই প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা সদরের বিভিন্ন মসজিদে পাঠাগার স্থাপন করা হয় যাতে করে সকলে সহজেই বিভিন্ন হাদীস,মাসয়ালাসহ বাংলা অর্থসহ কুরআন শরীফ পড়তে পারে। নতুন স্থাপিত পাঠাগারে প্রদত্ত বই সংরক্ষণের জন্য আলমারী সরবরাহ করা হয়। |
৫ |
ইমাম প্রশিক্ষণ কার্যক্রমঃ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের স্বাবলম্বী করার লক্ষ্যে এবং বিভিন্ন সমসাময়িক বিষরে উপর ধারণা প্রদানের লক্ষ্যে ৪৫ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ ও ৫ দিনের রিফ্রেসার্স প্রশিক্ষণ নির্দিষ্ট ইমাম প্রশিক্ষণ একাডেমীতে দেওয়া হয়ে থাকে। জেলা কার্যালয় কর্তৃক প্রাথিমিক বাছাই করে ইমাম প্রশিক্ষণ একাডেমীতে প্রেরণ করা হয়। প্রশিক্ষণের জন্য নির্ধারিত হারে দৈনিক ভাতা ছাড়ার অন্যান্য প্রশিক্ষণ উপকরণ প্রাপ্ত হন। |
৬ |
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমঃ একটি বৃহৎ সেবা কার্যক্রম। জেলার ১১টি উপজেলায় সকল ইউনিয়ন ও পৌরসভায় প্রাক-প্রাথমিক,সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিচালিত হচেছ। প্রাক-প্রথিমিক শিক্ষা কেন্দ্রের শিশু শিক্ষার্থীদের পাঠদান শেষে প্রথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়।
|
৭ |
বই বিক্রয় বিভাগঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিশেষত: বাংলা ভাষায় অনুবাদসহ কোরআন শরীফ,ইসলামী বিশ্বকোষ,হাদীস ও তাফসীর গ্রন্থ,মাসয়ালা মাসায়েল,শিশুতোষ বই জীবনী গ্রন্থ বই প্রভৃতি ২৫%-৫০% কমিশনে বিক্রয় করা হয়। |
৮ |
জেলা পাঠাগারঃ সর্বসাধারণের জন্য কোরআন,হাদীস,বিভিন্ন মাসআলা-মাসায়েল,দৈনিক পত্রিকা পড়ার সুবিধা রহিয়াছে। শুক্রবার ব্যতিত প্রতিদিন পাঠাগার খোলা থাকে। |
৯ |
সরকারী হজ্জ ব্যবস্থাপনাঃ সরকারীভাবে হজ্জ পালনের জন্য প্রচার ও নাম রেজিস্ট্রেশনে সহায়তা করে থাকে। হজ গমনেচ্ছু হাজীগণ যাতে করে প্রতারণার শিকার না হন তার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
|
১০ |
অন্যান্য সেবা কার্যক্রমঃ অপরাপর মন্ত্রণালয়/বিভাগ/জেলা প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ,মাদকদ্রব্যের অপব্যবহাররোধ,নারী ও শিশু নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধ,করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় প্রভৃতি বিষয়ে মসজিদের ইমামদের উদ্ধুদ্ধকরণ অনুষ্ঠান ও নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। তাছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস