Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযক্রমঃ
বিস্তারিত

: ১ম পর্যায় প্রকল্প শুরুর সন-1993।  দেশব্যাপী বিস্তৃত বর্তমানে চলমান ৬ষ্ঠ পর্যায়ের প্রকল্প মেয়াদকাল 2015-2019 পর্যন্ত। প্রকল্পের শিক্ষা কার্যক্রম ৩টি স্তরে  কেন্দ্র স্থাপনের মাধ্যমে হয়ে থাকে যথাক্রমে-ক)  প্রাক প্রাথমিক কেন্দ্র। উদ্দেশ্য- সুবিধাবঞ্চিত শিশুদের নৈতিক, স্বাস্থ্যগত ও আক্ষরিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের ১ম শ্রেণীতে ভর্তির উপযোগী করে তুলে ১ম শ্রেণীতে ভর্তি নিশ্চিত করে তোলার মাধ্যমে  ঝরে পড়ার হার রোধ করা।  খ) সহজ কোরআন কেন্দ্র । উদ্দেশ্য-স্কুলগামী ও ঝরে পড়া কিশোর-কিশোরীদের শুদ্ধভাবে পবিত্র কোরআন শরীফ শিক্ষা দান। গ) বয়স্ক শিক্ষা কেন্দ্র (পুরষ/মহিলা)। উদ্দেশ্য-  সাক্ষরতার হার বৃদ্ধি সহ সামাজিক সচেতনতা বৃদ্ধি  করা। এছাড়া মডেল  ও সাধারণ রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে কেন্দ্র শিক্ষকদের সহিত যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রের তদারকি ও সাধারণ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বই পাঠাভ্যাসের বৃদ্ধি ঘটানো প্রভৃতি।

সুনামগঞ্জ জেলায়  এই কার্যক্রমের আওতায়  ৬ষ্ঠ পর্যায়ের অগ্রগতি ও চলমান কার্যক্রম নিম্নে তুলে ধরা হলো-

স্মারনী-১:                          বাস্তবায়িত শিক্ষা কার্যক্রম- ( 2015 ও2016 শিক্ষাবর্ষ)

জেলা : সুনামগঞ্জ । মোট উপজেলার সংখ্যা- ১১টি।

কেন্দ্র স্তর

শিক্ষা বছর

জেলায় মোট কেন্দ্র সংখ্যা

শিক্ষার্থী সংক্রান্ত তথ্য

মোট ব্যয়

মন্তব্য

কেন্দ্রে ভর্তিকৃত

পাঠদান সমাপ্তকারী

ভিন্ন প্রতিষ্ঠানে ভর্তিকৃত

      প্রাক প্রাথমিক

2015

*400

*12000

*10649

*9862

 

 

 

৪ কোটি  ৩৪ লক্ষ ৩৮ হাজার ৮শত ৩ টাকা

789 জন আলেম/ মসজিদের ইমাম/ শিক্ষিত বেকার/  দ্বীনি শিক্ষায় শিক্ষিত মহিলার কর্মসংস্থান করা সম্ভব হয়েছে।

2016

* 426

*12780

*11927

*9894

সহজ কোরআন শিক্ষা

2015

238

8330

7229

-

2016

313

10955

10354

-

 

বয়স্ক  কেন্দ্র

2015

12

300

254

-

2016

12

300

279

-

রিসোর্স সেন্টার (সাধারণ)

2015 ও 2016

27

-

-

-

রিসোর্স সেন্টার (মডেল )

11

-

-

-

 

 

মোট

*24780

*22576

*19756